সময়ে সময়ে, কেন্দ্র ও রাজ্য সরকার ছাত্রদের জন্য বিভিন্ন পরিকল্পনা চালায়। এই স্কিমগুলির উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা যাতে তারা পড়াশোন টা চালিত করতে পারে। সম্প্রতি কয়েক বছরে অনেক রাজ্য সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ল্যাপটপও স্কিম করে দেওয়া শুরু করেছে। শিক্ষার্থীদের ডিজিট্যাল বিশ্বের সঙ্গে যুক্ত করতে বিশেষত এই উদ্যোগ নেয় রাজ্যগুলি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে এই ধরনেরই এক খবর। যেখানে দাবি করা হচ্ছে, ছাত্রদের স্বনির্ভর করতে একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দেবে মোদি সরকার। এই স্কিমের নাম 'পিএম ন্যাশনাল ল্যাপটপ স্কিম'। এই প্রকল্পের তথ্য সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এর সঙ্গে প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ভাইরাল মেসেজ আসলে কী-
PIB Fact Check: ভাইরাল বার্তার সত্যতা যাচাই করেছে পিআইবি
সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক টিম ইতিমধ্যেই 'প্রধানমন্ত্রী জাতীয় ল্যাপটপ স্কিম'-এর সত্যতা যাচাই করেছে। সংস্থা তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই সম্পর্কে তথ্য দিয়েছে। যেখানে এই টিম টুইটে বলেছে,'http://pmssgovt.online' নামে একটি ওয়েবসাইট থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যের ল্যাপটপ প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী জাতীয় ল্যাপটপ স্কিম 2022-এর আওতায় একাদশ শ্রেণি থেকে স্নাতক
পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে। এই ভাইরাল বার্তা সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর। ভারত সরকার এই ধরনের কোনও পরিকল্পনা নেয়নি।
Central Government Scheme: অফিশিয়াল ওয়েবসাইট বিশ্বাস করুন
পাশাপাশি পিআইবিও বলেছে, এই ধরনের কোনও তথ্য বিশ্বাস করা উচিত নয়। কেন্দ্রীয় সরকারের যেকোনও প্রকল্প সম্পর্কে তথ্য পেতে এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। এর সঙ্গে কোনও স্কিমের রেজিস্ট্রেশনের ফাঁদে পড়ে আপনার ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
যদি কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর ভাইরাল বার্তায় সন্দেহ হয়, তবে আপনি তার সত্যতা যাচাই করতে পিআইবির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এর জন্য আপনাকে খবররে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ এ গিয়ে সত্যতা যাচাই করতে হবে। পাশাপাশি আপনি যদি চান, এর হোয়াটসঅ্যাপ নম্বর 8799711259 বা ইমেল আইডি pibfactcheck@gmail.com -এ মেল করে স্কিমগুলির সত্যতা যাচাই করতে পারেন। মনে রাখবেন, যেকোনও স্কিমের জন্য আবেদন করার আগে, এটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এই কাজ না করলে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি।
Social Plugin