Ad Code

Responsive Advertisement

Future Credit Card Scheme: বেকারদের ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা ঋণ! নয়া ঘোষণা রাজ্য সরকারের

২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বেকার যুবক-যুবতীদের। এর ১৫% গ্যারান্টার থাকবে খোদ রাজ্য সরকার। শুক্রবার নবান্নে রাজ্যস্তরের ব্যাঙ্কিং কমিটির বৈঠক হয়। সেখানেই এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়

পশ্চিমবঙ্গ সরকার বহুদিন ধরেই ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার বার্তা দিয়েছে। বেকার যুবক-যুবতীরা যাতে শুধুমাত্র চাকরির ভরসায় না থাকেন, সেই কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে মধ্যবিত্তের অন্তরায় মূলধন। ব্যাঙ্কে গিয়ে একজন অভিজ্ঞতাহীন যুবকের পক্ষে ঋণ নেওয়াটাও অনেক কঠিন।

ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম

এই সমস্যা মাথায় রেখেই নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বেকার যুবক-যুবতীদের। এর ১৫% গ্যারান্টার থাকবে খোদ রাজ্য সরকার। শুক্রবার নবান্নে রাজ্যস্তরের ব্যাঙ্কিং কমিটির বৈঠক হয়। সেখানেই এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়।

এপিবি ডিজিটালের রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পে বেকারদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ দেবে পশ্চিমবঙ্গ সরকার। এদিনের ব্যাঙ্কিং কমিটির বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থ উপদেষ্টা অমিত মিত্র। ছিলেন উচ্চপদস্থ আমলারাও। সেই সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন ব্যাঙ্ক কর্তারা। সেই আলোচনা পর্বেই এই নয়া প্রকল্পের ঘোষণা করা হয়।

ঋণের কাঠামো

এই স্কিমে ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তার মধ্যে রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। আগেই বলা হয়েছে ঋণের ১৫% গ্যারান্টার হবে রাজ্য সরকার। বাকি ৮৫% গ্যারান্টার হিসাবে থাকবে ক্রেডিট মাইক্রো স্মল ট্রাস্ট।

এই ঋণের জন্য আবেদন করতে একটি পোর্টাল শীঘ্রই চালু করা হবে। এর পাশাপাশি দুয়ারে সরকারের শিবিরে গিয়েও এই প্রকল্পের আবেদন করা যাবে।

এর আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্প তুমুল সাফল্য পেয়েছে বলে দাবি রাজ্যের সরকারি আধিকারিকদের। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়ারা তাঁদের পড়াশোনার খরচ চালাতে পারেন। এবার অনেকটা সেই ধাঁচেই, ব্যবসা করতে চাইছেন এমন যুবক-যুবতীদের জন্য নয়া ঋণ প্রকল্প আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 
Close Menu