Ad Code

Responsive Advertisement

এপ্রিলে ফের দুয়ারে সরকার! তারপরেই কি পঞ্চায়েত


The Wanabeel,Murshidabad:আগামী ১ এপ্রিল থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar)। আপনার এলাকাতেই বসবে ক্যাম্প। রাজ্য সরকারের উন্নয়নমূলক পরিষেবাগুলি নিয়ে মানুষের যাবতীয় সুবিধা-অসুবিধা দেখা হবে এই ক্যাম্পগুলি থেকে।
নবান্ন সূত্রে খবর, আগামী পয়লা এপ্রিল থেকে ২০ এপ্রিল রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে এই ক্যাম্প। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
সূত্রের আরও খবর, আগে যে পরিষেবাগুলি পাওয়া যেত সেই পরিষেবাগুলিই এবার মিলবে। তবে নতুন করে কোনও পরিষেবা এই তালিকায় যোগ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এমনিতেই রাজ্য সরকারের এই কর্মসূচি বিপুল সাড়া ফেলেছে। এমনকী জাতীয় মঞ্চেও পুরস্কৃত হয়েছে এই কর্মসূচি।
চলতি বছরের ৭ জানুয়ারি ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে পুরস্কৃত করেন। ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের 'ডিজিটাল ইন্ডিয়া ২০২২'-এর অধীনে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প।
পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) 'দুয়ারে সরকার' নামে এই প্রকল্পের উদ্বোধন করেন। পাড়ায় পাড়ায় বসে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্পে গিয়ে রাজ্যবাসী সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন কিংবা ভুল সংশোধনেরও আবেদন করতে পারেন। 
কী কী সুবিধা মিলবে এই ক্যাম্প থেকে?
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি সংশাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়।
পঞ্চায়েত ভোট নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি নির্বাচন কমিশন। এই নিয়ে মামলাও চলছে হাইকোর্টে। তাই কবে পঞ্চায়েত নির্বাচন হবে তা নিশ্চিত নয়। তারমধ্যেই দুয়ারে সরকার কর্মসূচির কথা বলছে নবান্ন।
এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই শেষ দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। রাজনৈতিক মহলের কথায়, এই ক্যাম্প গ্রাম বাংলায় ব্যাপক আলোচিত। তাই পঞ্চায়েতে নির্বাচনের আগেই এই কর্মসূচি সেরে ফেলতে চাইছে মমতা সরকার।

Close Menu