Ad Code

Responsive Advertisement

আসছে দুয়ারে সরকারের ক্যাম্পে কৃষক বন্ধু আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? সঠিক ভাবে করুন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন ২০২৩

অনেকেরই বার বার আবেদন করার পরও হচ্ছে না কৃষক বন্ধু প্রকল্প – কারণ সঠিক ভাবে আবেদন না করার জন্য এই প্রকল্পের সুবিধা থেকে অনেকেই বঞ্চিত । 

আজকের আমরা ২০২৩ সালের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার সঠিক পদ্ধতি সম্পর্কে আবেদের নিচে বলা হলো।

কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদন পদ্ধতি

কৃষক বন্ধু প্রকল্প নতুন আবেদন বা কৃষক বন্ধু জমির পরিমান আপডেট করতে কি কি ডকুমেন্ট সমেত দুয়ারে সরকারে জমা করবেন , চলুন দেখে নেওয়া যাক ।
জমির খতিয়ান : krishak bandhu আবেদন করার জন্য জমির খতিয়ান লাগবে ।
বিক্রেতার ভোটার কার্ড : যার কাছ থেকে জমি ক্রয় করেছেন ওনার ভোটার কার্ড xerox লাগবে (যদি ওই বেক্তি মারা গিয়ে থাকে তাহলে মৃত্যু সার্টিফিকেট সেরোক্স )।
আবেদনকারীর ভোটার কার্ড সেরোক্স ।
আবেদনকারীর রেশন কার্ড ।
আবেদনকারীর ব্যাঙ্ক এর পাস বই এর ফটোকপি ।
২কপি সাদা-কালো রঙিন ছবি ।

উল্লেখিত ডকুমেন্ট সমেত ও একটি কৃষকবন্ধু ফর্ম দ্বারা দুয়ারে সরকার ক্যাম্প এ জমা করতে হবে।

জমা করার কিছুদিন কর থেকে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে ভোটার কার্ডের নম্বর দিয়ে কৃষক বন্ধুর স্টেটাস দেখতে পারবেন । 

কিভাবে কৃষক বন্ধু স্টেটাস দেখবেন জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন ।
Close Menu