Ad Code

Responsive Advertisement

'ঘাড় ঘোরাতে দিচ্ছেন না...', অভিযোগ তুলে মুর্শিদাবাদে রাস্তা অবরোধ পরীক্ষার্থীদের

Staf Reporter, The Wanabeel, Murshidabad: পরীক্ষাকেন্দ্রে পিচবোর্ড নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। যার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্নাতক দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। বুধবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার রানিনগর এলাকায়। বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ওই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের সেখপাড়ার জিডি কলেজের সামনে। প্রতিবাদ জানিয়ে সেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে পড়ুয়ারা।
পরে রানিনগরের থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পরে ইট ছুড়ে কলেজের ক্ষতি করার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। ওই ইট বৃষ্টিতে কলেজের দুজন কর্মীও সামান্য জখম হয়েছেন বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে এক কলেজ ছাত্র তোফায়েল ইসলাম জানান, “এই কলেজে পরীক্ষা দিতে এসে মনে হচ্ছে যেন দেশের সব থেকে কঠিন UPSC পরীক্ষায় বসেছি।
এইরকম কড়া পাহারা জীবনে আর কোনও পরীক্ষাতে দেখিনি। সেন্টারের শিক্ষকেরা পরীক্ষা হলে ঘাড় ঘোরাতে দিচ্ছেন না। এমনভাবে পাহারা দিচ্ছেন, জানা উত্তর ভুল হয়ে যাচ্ছে”। ওই ছাত্র আরও বলেন, “লকডাউনের পর সেভাবে পড়াশোনার সুযোগ পাওয়া যায়নি। সেই পরিস্থিতিতে আমরা পরীক্ষা দিতে এসেছি। আমরা সেই শেষবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। তারপর লকডাউন আর করোনা মহামারীর কারনে আর কোনও পরীক্ষা দেওয়া হয়নি।
সেখানে দাঁড়িয়ে এইরকম পাহারা আমরা মানতে পারছি না। আজ হঠাৎ করে বলা হয় আমরা নাকি পিচবোর্ড নিয়ে পরীক্ষা দিতে পারব না। সঙ্গে আবার জলের বোতল নিয়েও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। আমাদের একটাই দাবি, শান্তিতে নির্ঝঞ্ঝাটে আমাদের পরীক্ষা দিতে দেওয়া হোক”। এক ছাত্র দাবি করে জানিয়েছে, গতকাল নাকি কথা বলতে যাওয়ায় তাঁকে ব্যাপক মারধর করেছেন এক শিক্ষক।
Close Menu