Ad Code

Responsive Advertisement

অকাফ বোর্ডের জেলা ইমাম নিযুক্ত হলেন আজমত আলী


এস.কে.এম মিজানুর রহমান, দ্য অনাবিল, চণ্ডীগড়: মুর্শিদাবাদ জেলার অকাফ বোর্ডের জেলা ইমাম ঘোষণা করা হল আজমত আলী কে,তিনি ধলো, রঘুনাথগঞ্জের বাসিন্দা। এর আগে ওই পদে ছিলেন নিজামুদ্দিন বিশ্বাস। মুর্শিদাবাদ বাসী আজমত আলী কে জেলা ইমাম হিসেবে পেয়ে উচ্ছ্বসিত। এখন দেখার কেমন পরিষেবা পায় জেলার ইমাম গন।

বেশ কিছুদিন তথা বছর খানেক থেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন জেলার ইমাম গন সেই কারণেই এই পরিবর্তন বলে মনে করছে অকিবহল মহল।


Close Menu