ছয়দিন আগেই কৃষক বন্ধুর টাকা ছাড়া শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে প্রায় একানব্বই লক্ষ কৃষক উপকৃত হবেন। তদুপলক্ষ্যে যারা এই প্রকল্পের আওতায় আছেন কিন্ত টাকা পান নি অর্থাৎ যাদের স্ট্যাটাস Account Invalid, DDA Upload ইত্যাদি দেখাচ্ছে তাদের কে নিকট বর্তী সহ-কৃষি অধিকর্তার অফিসে নিম্নলিখিত ডকুমেন্ট নিয়ে তার প্রত্যয়িত জমা করতে বলা হয়েছে।
কী কী জেরক্স লাগবে?
1.ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স
2. ভোটের কার্ডের জেরক্স
3. আধার কার্ডের জেরক্স
4. জমির পর্চার জেরক্স
-উক্ত কাগজ দস্তাবেজ নিয়ে কৃষক অফিসে যোগাযোগ করুন।
Social Plugin